=বন্ধু= (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি

বন্ধু তোমার প্রেম সাগরে ডুব দিয়েছি কূলের আশা করি নাই।
কোথায় থাকো কোন অজানায় খবর তোমায় কোন দেশেতে খোঁজে পাই।।

আশা ছিলো মনে–মনে ঘর বাঁধিবো তোমার সনে,
কতো কথা বলে লোকে কতোই শুনি জনে-জনে ।।
লোকের কথায় কোনো কালেই কান যে আমি দেই নাই ।।

হাতটি আমার ধরেই তুমি কাছে টেনে করলে আপন
দূরে ছিলাম অন্য মানুষ ছিলো আমার অন্য ভুবন।।
চোখে তোমার চেয়ে আমি ভুল পথে পা না বাড়াই ।।

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ মাত্রা-৪ অপূর্ণ মাত্রা-৩


২৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।