=তোমার খুঁজে= (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি
তোমার পথো চেয়ে আমার কাটে সারা বেলা
এসো কাছে ভালোবেসে দেবো গলে মালা।।
দূরে তুমি ভাল্লাগে না কোথায় খোঁজে পাই
কোন সে বনে কোন মনেতে আছো কোথাই যাই।।
মন যে আমার থাকে খোলা দিবা-নিশি দেয় দোলা।।
থাকো কাছে ভালোবেসে দেবো গলে মালা ।। ঐ
তুমি আমার মনের মানুষ আশা ভালোবাসা
তুমি ছাড়া দিন কাটে না আঁধার সর্বনাশা।।
প্রাণ যে আমার তোমার আশায় মেলে প্রেমের ডালা ।।
বসো পাশে ভালোবেসে দেবো গলে মালা।। ঐ
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণমাত্রা-২, ১
২৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।