নারী কোথায় তোমার বাড়ী?
- ফয়েজ উল্লাহ রবি
বাপের বাড়ী ভাইয়ের বাড়ী, ছেড়ে চলো শ্বশুর বাড়ী,
স্বামীর বাড়ী ছেলের বাড়ী, নারী তোমার কোথায় বাড়ী ।।
'কোথায় তোমার বাড়ী গো নারী কোথায় তোমার বাড়ী' ?।।
ঘর সাজাতে পরের ঘরে আপন করলে যে পর,
ভুলে তুমি আপনারেই সাজালে বাসর ।।
এক নিমিষে বদলে গেলো তোমার জীবন দাঁড়ি।
কোথায় তোমার বাড়ী গো নারী কোথায় তোমার বাড়ী ।। ঐ
আগে খাবে পুরুষ মানুষ থাকলে যে খাও তুমি,
কেমনে এতো ধৈর্য ধরো জানে অন্তর্যামী ।।
এই করুনায় বেঁচে থাকো চলে জীবন গাড়ী।
কোথায় তোমার বাড়ী গো নারী কোথায় তোমার বাড়ী ।। ঐ
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণমাত্রা-২,১
২৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।