অভিমান (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি

অভিমানেই ডুবে থাকো করতে আমায় দূর,
মনের মাঝে বাজে শুধুই তোমার প্রেমের সুর ।।

যতোই তুমি দূরে রাখো আসবো আমি ফিরে,
ভালোবেসে রাগ ভাঙ্গাবো থাকবো তোমায় ঘিরে ।।
হাসবে আকাশ বইবে বাতাস, হাসবে আকাশ বইবে বাতাস
দেখবে ভালোবাসার নুর। ঐ

ভুল করেও কোন ভুলে হবো না তো পর,
শতো বাধায় তোমায় নিয়েই বাঁধবো প্রেমের ঘর ।।
থাকলে তুমি পাশে আমার, থাকলে তুমি পাশে আমার
সুখ বাহির-অন্তপুর। ঐ

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ পর্ব-৪, অপূর্ণ পর্ব-১,২,৩


২৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।