এক জীবনে (গীতিকাব্য)
- ফয়েজ উল্লাহ রবি

উজার করে মনটা আমি বেসেছি ভালো দেইনি তো ফাঁকি,
মন ভরে না কেনো তোমার আরো যে চাই রইছে আরো বাকী ।

জানি তুমি চিরকালই কাঙ্গাল প্রেমের যেমন কাঙ্গাল আমি,
কতোটুকু ভালোবাসি তোমায় সখী জানে অন্তর্যামী ।।
বুক পকেটে অতি যতন ভালোবেসে ছবি তোমার রাখি। ঐ

সকাল-বিকাল বায়না ধরো থাকি যেনো তোমার পাশে-পাশে,
থাকতে তো মন চায় যে আমার দূরে তে নয় ফিরতে তোমার কাছে ।।
এক জীবনে কতোটুকু আর যে কতো কাছা-কাছি থাকি। ঐ

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণমাত্রা-৪, অপূর্ণ মাত্রা-২


২৮-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।