রাধা মিলে কেমনে
- ফয়েজ উল্লাহ রবি

কষ্ট করলে কেষ্ট মিলে রাধা মিলে কেমনে?
কতো দুঃখ নিয়ে বুকে কাঁদে রাধা কে জানে ।।

কৃষ্ণ প্রেমে মজে সবাই রাধার খবর রাখেনা
প্রেম সাগরে ডুবে রাধা চোখের পানি থামেনা ।।
কৃষ্ণ খুঁজে রাধা এখন ঘুরে পথে আনমনে ।। ঐ

ফুল যে ঝরে পাতা পরে ডাল রাখেনা মনে তারে,
সেই দুঃখ দেবেই সখি 'ভুল' ভালোবেসেছিলে যারে ।।
সুখের খুঁজে রাধা এখন জিজ্ঞায় সে জনে-জনে ।। ঐ

শনিবার ২৩ জুন ২০১৮

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব-৪, অপূর্ণপর্ব-৩


৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।