তোমার আমার এই ব্যবধান
- ফয়েজ উল্লাহ রবি

যেই আকাশে ডানা মেলি তাতে তুমি চিহ্ন ঢালো,
যেই সুরেই গান ধরি আমি; আমায় বাসো না ভালো ।।
তবে কি বুঝবো আমি এই দূরে রাখার বায়না নয় কি ? ।।

যেই আগুন এই ধরি আমি তুমি তাতে জল ঢালো,
যে ফুলে দেই হাত যে আমি সেই ফুলে কাঁটা ভরো।।
তবে কি বুঝবো আমি এই কাছে না থাকার বায়না নয় কি?।।

যেই নদীর জল ছূঁয়ে দেখি সেই নদী দাও শুকিয়ে,
যেই পথে পা বাড়াই আমি সেই পথে দাও কাঁটা বিচিয়ে ।।
তবে কি বুঝবো আমি এই পাশে না থাকার বায়না নয় কি? ।।


৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।