তোমার তীরের আঘাতে ...
- ফয়েজ উল্লাহ রবি

তোমার তীরের আঘাতে আজ ক্ষত-বিক্ষত বুকের পাঁজর,
দুঃখ নদী কান্না সাগর সুখ হাহাকার হলাম যাযাবর ।।

স্মৃতির জোনাক জ্বলে নিভে, হারানো দিনের ভিড়ে
হারিয়ে যাওয়া সময়টা আর আসবে না তো ফিরে ।।
আপন করে রাখলাম যারে - সেইতো করলো পর ।। ঐ

মিশে তোমার মনের মাঝে নিত্য করি সকাল-সাঁঝে
আড়াল করো যতোই আমায় মিশবো তোমার মনের মাঝে ।।
তুমি খোঁজ সুখের আবাস - আমি বাঁধি ঘর ।। ঐ


৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।