ভুলে থাকা গেলো না -গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
এমন করে ডাকলে তুমি দূরে থাকা গেলো না,
তোমার টানে এলাম ফিরে ভুলে থাকা গেলো না ।।
এই মনে মন বেঁধে তুমি প্রাণে মিশে প্রাণ,
প্রেমের আগুন জ্বেলে বুকে কেঁড়ে নিলে জান ।।
ক্লান্ত প্রেমিক খুঁজে-খুঁজে সুখের পাখি ফেলো না।। ঐ
তোমায় প্রেমে ডুবে আমি হারাইছি কুল-মান
বলো সখি কেমনে তোমার ভাঙ্গি অভিমান ।।
আশায় ছিলাম সাজবে বাসর ঘর বাঁধা আর হলো না ।। ঐ
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণ মাত্রা-৪, অপূর্ণমাত্রা-১, ৩
৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।