এই ব্যবধান -গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

আমি যাকে নদী বলি তুমি বলো সাগর,
আপন করে কাছে টানি আর তুমি করো পর ।।

তোমার-আমার এই ব্যবধান যোজন-যোজন দূর,
একই আকাশ আলো-বাতাস ভিন্ন তবু সুর ।।
দু'জন থাকি দুই ভুবনে স্বপ্নে বাঁধি ঘর ।। ঐ

পাখির গানে মুগ্ধ প্রাণে শীতল করে প্রাণ,
মেঘের জলে বৃক্ষ ফলে জুড়ায় যে প্ররাণ ।।

নদী মিশে সাগর জলে ফিরে পাখি নীড়ে,
খুঁজে নেবো আপন করে হাজার লোকের ভিড়ে ।।
মাটির ভুবন দু'জনের বাস তবু নয় বরাবর ।। ঐ

ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব-৪, অপূর্ণপর্ব-১,২


৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।