বলুক লোকে -গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
বনের পাখি সোনার খাঁচায় মনের পাখি ওড়ে বনে,
উতাল-পাতাল জোয়ার-ভাটায় দেখা দেয় সে সঙ্গোপনে ।।
পাখিরা সব প্রজা হবে ইচ্ছে রাজ্যে আমি রাজা,
ফুলের বনে নাচবে ভ্রমর বৃক্ষ তোরা বাদ্য বাজা ।।
আমার মনের ইচ্ছে শতো ভাবি কতো মনে-মনে ।। ঐ
জ্যোৎস্না রাতে তোমার সাথে মধুর সুখে যাই হারিয়ে
দুইটি মনের মিলন মোহে আছি আমি হাত বাড়িয়ে ।।
চলো সখি হারিয়ে যাই, বলুক লোকে জনে-জনে ।। ঐ
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব-৪
৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।