শুধু তোমায় ভালোবেসে- গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
দিন কেটে যায় রাত কেটে যায় তোমায় ভেবে-ভেবে,
বলো সখি ক'বে আমায় আপন করে নেবে ।।
সাক্ষী রেখে আকাশ-বাতাস তোমার প্রেমে ডুবে,
মন ময়ূরী পেখম মেলে ডাকছে তোমায় ছোঁবে ।।
মনটা তোমার উজার করে ক'বে আমায় দেবে ।। ঐ
বাধার পাহাড় টপকে আমি তোমার কাছে এলাম,
জীবন আমার তোমার নামে কবেই লিখে দিলাম ।
চলো সখি মাখা-মাখি ব্যবধান না র'বে ।। ঐ
০৫ জুলাই ২০১৮
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব-৪, অপূর্ণপর্ব-২
৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।