শুধু তিনটি কাজ
- মোঃ আমিনুল এহছান মোল্লা
শুধু তিনটি কাজ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৩-২০২৪ ইং।
****************************
যে জীবন এতো সাধের তবু মৃত্যুর পরে,
ভুলে যাবে পৃথিবীর আয়োজন চিরতরে্।
সব দ্বার বদ্ধ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে
শুধু তিনটি কাজ পাশে রবে অনন্ত সাক্ষাতে।
যদি করো সদকায়ে জারিয়া দান রূপে,
নেকি কিংবা সওয়াব পেতে থাকবে অপরূপে!
এমন কিছু লিখে যাও যা সরল পথ দেখায়
এমন কিছু করে যাও যা কল্যাণকর বসূধায়।
সুসন্তান যদি রেখে যাও এই পৃথিবীর তরে
তোমার মৃত্যর পরে-
দু’হাত তুলে ফরিয়াদ করবে বিধাতার সনে
তুমি যেন চির মুক্তি পাও ওই হাশর দিনে।
-----------------------------------------
৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।