সেজন ভাল বন্ধু
- মোঃ আমিনুল এহছান মোল্লা
সেজন ভাল বন্ধু
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিখঃ ৩০-০৩-২০২৪ ইং।
****************************
সেজন ভাল বন্ধু যেজন বন্ধুর কল্যাণ চায়,
সুখে দুঃখে এগিয়ে আসে নিঃস্বার্থে বসূধায়।
প্রভূ বলেছে ভাল বন্ধু সেজন দিবস-আঁধারে
যে কিনা আলোর পথ দেখায় ক্ষণিক প্রান্তরে।
আর ভাল প্রতিবেশী সেতো !
যে কিনা উত্তম ব্যবহারে উজ্জ্বল অবিরত !
যার অনিষ্ট হতে প্রতিবেশী নিরাপদ নয়
সেজন নহে ভাল বন্ধু কিংবা প্রতিবেশী জগতময়!
সে এক প্রজ্জ্বলিত অগ্নি শিখা জাহান্নাম!
যদি জান্নাত পেতে চাও,
হয়ে যাও ভাল বন্ধু কিংবা প্রতিবেশী এই ধরাধাম।
----------------------------------------------
৩০-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।