দুঃখের নদী- গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
বুকে আমার দুঃখের নদী চোখে অশ্রু জল,
কেমন করে দুঃখ দিলে একবার সখি বল ।।
কাছে এসে তোরে আমি দিছি প্রেমের বিমল,
দূরে গিয়ে ভুলে ছিলে হয়েছে সব বিফল ।
ও তোর জন্য দিলাম পাড়ি সাত সাগর আর তের নদীর জল ।।ঐ
পেতে দেখা ভালোবাসার মনটা যে আজ আকুল,
অথৈ জলে ভাসছে নৌকা পাবো যে কবে কূল ।।
ও তোর আকাশ ছোঁয়ার ইচ্ছে গুলো ডাকছে তোরে এবার চল ।। ঐ
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব-৪, অপূর্ণপর্ব-১,২
৩১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।