মসজিদ মক্কা মদিনা -গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি ১৮-০৯-২০২৪
ম-তে) মাতৃভূমি মা জননী মসজিদ আমার মক্কা মদিনা,
ম-তে) নবী মুহাম্মদ মোস্তফা হতো না সৃষ্টি ধরা; যার বিনা ।।
আ-তে) আল্লাহ তুমি দয়ার সাগর আখেরাতে করিও মাফ,
আমি) পাপী তাপী অপরাধী আমার পাহাড় সমান যে পাপ ।।
র-তে) রাসুল আমার সাফায়াতে নেই যে উপায় তুমি বিনা।। ঐ
ম-তে) মালিক তুমি, মু'ইয্ তুমি মাজিদ, মুকিত, তুমি মুমীত,
ম-তে) মুহয়ী, মানি, মুনতাকীম মালিকুল মুলক, আল মুকসিত।।
ম-তে) মানুষ আমি মানবতা বাজে তোমার নামের বীণা।। ঐ
২২ শ্রাবণ ১৪২৫, ০৬ আগস্ট ২০১৮
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: ছন্দ: স্বরবৃত্ত পূর্ণপর্ব-৪, অতিপর্ব-২
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।