=বসন্ত হাওয়া=
- কাজী ফাতেমা ছবি

চলে যাচ্ছে বসন্ত দিন-শুকনো পাতাদের হুলি খেলা হবে বন্ধ। পাতারা ঝরে যাচ্ছে মুর্হুমুহু ফাগুন হাওয়ায়। তবুও গাছে গাছে কুহু কুজন আর শুকনো দূর্বাঘাসের ফাঁকে বসন্ত ফুল ফুটে আছে হেসে। মুগ্ধতা দৃষ্টি জুড়ে। মৌসুম শেষে ঝরে যাবে রক্ত রঙিন ফুল, বাসন্তি গাঁদা....... স্বপ্নবীজ দিয়ে ওরা হারিয়ে যাবে। আর স্বপ্নবীজ থাকবে আগত বসন্তের অপেক্ষায়। এভাবেই ঋতুগুলো আমাদের দিয়ে যায় অনাবিল আনন্দ। বসন্ত হাওয়া গায়ে মেখে কেটে যায় শুদ্ধ প্রহর।


৩১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-১১-২০২৪ ১৮:৪৪ মিঃ

প্রিয় কবি
অতি চমৎকার লিখা পাঠে মুগ্ধতা সহ ভালোলাগা ও ভালোবাসা সবটাই রেখে গেলাম পাতায়...

শুভেচ্ছা অফুরান। ভালো থাকবেন সদা।

কাজী ফাতেমা ছবি
১৮-০২-২০২৫ ১০:২৩ মিঃ

অনেক ধন্যবাদ অয়ন। ভালো থাকুন