মুক্তির নিশানা
- মোঃ আমিনুল এহছান মোল্লা

মুক্তির নিশানা
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ ৩১-০৩-২০২৪ ইং
***********************
তুই কি করিস সৎকর্ম্,ওরে প্রাণ,
প্রতিটি সৎকর্ম্ই সাদাকা বা দান।
ওরে মুমিন, ওরে মুসলমান—

বলিস কথা হাসিমুখে রক্তের কল্লোল !
ভাল কাজের উৎসাহ দিস এই ধরা তল।
প্রাণে প্রাণে পাপের মহা প্রলয়- তরঙ্গ বেগ
রুখে দিস ওইসব পাপীদের ঘন কাল মেঘ!

পথহারা মানুষকে পথ দেখাস এই ভুবন
রোগীর জীবন মরণে করে যাস আলিঙ্গন
জল ঢেলে দিস ওইসব তৃষ্ণার্থের মুখে মুখে-
যে কিনা মুক্তির নিশানা হাশরের দুঃখে।
-------------------------------------


৩১-০৩-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।