ভোলা মন মন ভোলা-গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
তুই ছাড়া যে মনের ঘরে দেয় না তো কেউ দোলা,
দিবা-নিশি তোর তরেতে মনের দুয়ার খোলা।।
ও মন ভোলা মনরে আমার থাক্ না মন তোর মন ভোলা।।
ভাইবা-ভাইবা তোর কথাটি কাটে আমার বেলা,
আমরা দু’জন সেই দিন গুলো জমতো রঙ্গের মেলা।।
কোথায় গেলো হারাই সেই দিন কোন সেই অবেলা।।
ও মন ভোলা মনরে আমার থাক্ না মন তোর মন ভোলা।।
নদীর জলে সাঁতার কাটা রেল লাইনেতে হাঁটা,
হাতে রেখে হাতটি যে তোর জীবন জোয়ার-ভাটা।।
সুখে-দুঃখে কান্না-হাসি কষ্ট থাকুক তোলা।।
ও মন ভোলা মনরে আমার থাক্ না মন তোর মন ভোলা।।
ছন্দ: স্বরবৃত্ত
০১-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।