চোখের নজর -গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
চোখের নজর রাইখা চোখে মনে রাইখা মন,
শতো বাধা দূর করিয়া কইরাছি আপন ।।
চন্দ্র-সূর্য সাক্ষী রাইখা হৃদয় দিলাম তোরে,
যতন কইরা রাখিস সখি ভুলিস না তুই মোরে ।।
তুই যে থাকিস হৃদয় মাঝে সাজাই বৃন্দাবন ।।ঐ
শত্রু কইরা আপন যারা আপন করলাম পর,
সারা জীবন থাকিস সখি বাঁধবো মোরা ঘর ।।
তোর মনেতে মজেই যাবো করছি যে এই পণ ।। ঐ
২০/১০/২০১৮
ছন্দ: স্বরবৃত্ত
০১-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।