কিচ্ছা
- আলমগীর সরকার লিটন ০৯-০৫-২০২৪

মানুষ বুঝে না পরাজয়ের রঙ;
কোথায় কখন ছড়ে যাবে-
তাও বুঝবে না মানুষ!
বুঝার শেষ নিঃশ্বাস খানিকটা বিরল
তবু মানুষের রঙ চিনা ছাড়ে না-
কথায় তার ঠিকানা
কে বলেছে আপন মন
আকাশ বর্ষা কেউ জেনে না
তবু মানুষ হরেক রকম
কে জানে তার কিচ্ছা।
০১-৪-২৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
০১-০৪-২০২৪ ১৫:৫৯ মিঃ

ভীষণ সুন্দর লিখেছেন প্রিয় কবি

আলমগীর সরকার লিটন
০২-০৪-২০২৪ ০৯:২৯ মিঃ

পাঠে অনেক শুভ কামনা জানাই
কবি মহী দা
ভাল ও সুস্থ থাকবেন-----