=প্রিয় বিশাখা= গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
সখি তোমায় ভালোবেসে ‘তুই বলে তুই’ ডাকি,
বুকের মাঝে যতন করে রাখছি প্ররাণ পাখি।।
সখি তোর) মনের ঘরে বসত গড়ে দিবা-নিশি ডাকাডাকি।।
“তুমিতে যে যতো যাদু তুই তে ও ততো মধু”
যাদু-মধু দুইটা রে তো এক সাথে দেখা শুধু ।।
সখি তোর) মনের আকাশ উড়ছে ঘুড়ি আকাশ রইল অনেক বাকী ।।ঐ
এই জীবনের প্রতি বাঁকেই যতন করেই রাখা,
প্রাণ পাখি টা ডাকছে প্রিয় শুনছো নি বিশাখা ?
সখি তোর) মনের নদী জলের খেলা আসল নয় কিছুটা ফাঁকি।।ঐ
ছন্দ: স্বরবৃত্ত
০১-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।