=সানাইয়ের সুর= গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি ১১-১০-২০২৪

আকাশ র’বে নীল জ্যোৎস্নায় নদী মিলে সাগর মোহনায়,
দিন শুরু হয় প্রেম বাসনায় ঘুম ভাঙ্গে তোমার কামনায়।।

ফুল-পাখিদের কূজনে আজ তোমার নামের গান গেয়ে যাই,
তোমার চোখের সাগর জলে আমি নিজেকে নিজ হারাই।।

হাজার স্বপ্নের প্রাসাদ গড়ে তোমায় শুধুই চাই,
তোমার প্রেমে ডুবেই যে সব নিজেকে হারাই।
মিশে তোমায় মনের মাঝে সুখেরই ঘর সাজাই ।।ঐ

সাগর বুকে ঝিনুক মাঝে মুক্ত খুঁজে পাই,
কঠিন পাথর প্রেমো জোরে পুষ্প যে ফুটাই ।।
তোমায় পেয়ে পাগল এই মন সানাইয়ের সুর বাজাই।।ঐ

ছন্দ: স্বরবৃত্ত

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।