মনের মানুষ কোথায় থাকে? - গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
ছবি যে তার মনের মাঝে সুরে-সুরে নিত্য বাজে,
তাঁর খেয়ালেই দিবা-নিশি মন যে রাঙে নানা সাজে ।।
রাতেরই ঘুম দিনের মতো সন্ধ্যা রাতে জোনাক জ্বলে,
ঘুম পাড়ানি মাসি-পিসি ঘুমের ঘোরে ঘুমের তলে ।।
কোন রাতের ঐ বাঁকা চাঁদে ঘুম হারালো কোন সে লাজে। । ঐ
স্বপ্ন যে আজ হারালো দূর কোন আকাশের সীমা ধরে,
খুঁজি আমি মনের মানুষ স্বপ্ন রঙ্গিন আপন ঘরে ।।
কোন অজানায় হারালো সেই খুঁজি তাঁরে কিসের মাঝে । । ঐ
ছন্দ: স্বরবৃত্ত
০২-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।