বেঁধে মোরে প্রেমের ডোরে - গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি ০৪-১১-২০২৪
বেঁধে মোরে প্রেমের ডোরে চলে গেলে অনেক দূরে,
মনে তোমার নেই কো মায়া একাই আমি রইলাম পরে !!
স্বপ্ন দিলে হাজার রঙিন উড়তে দিলে নীল আকাশ,
আশা দিলে পাহাড় সমান সঙ্গো দেয়ার নেই অবকাশ ।।
পথো তোমার চেয়ে-চেয়ে একলা জীবন কাটছে ঘোরে ।। ঐ
আঁধার ছিলো জীবন আমার দিলে তুমি আলোর রেখা,
সন্ধ্যা হতেই চলে গেলে কোন সে দূরে দাও না দেখা ।।
হঠাৎ করেই খুঁজবে যখন পাবে না আর যাবোই মরে ।। ঐ
শুক্রবার- ৪ জ্যৈষ্ঠ ১৪২৫, ১৯ মে ২০১৮
ছন্দ: স্বরবৃত্ত
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।