=মরণ= গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি

যেদিন আমি থাকবো ঘুমে, উঠবো না আর জেগে
কর্ম পেলে রেখে সবাই করবে দাপন আগে ।।

সকল হিসেব রেখে যাবো পাওনা-দেনা সবি
ভুলে যাবো কিছু দিনেই মুছে সকল ছবি।।
কেউ যাবে না সঙ্গে আমার, নেক আমলই র’বে ভাগে ।।ঐ

কতো দাপট ক্ষমতা মোর সব কিছু যে বৃথা
মাটির দেহ মাটিই হবে, কবর হবে মিতা ।।
কেউ র’বেনা ভুবন মাঝে, নেক করে নাও আগে-ভাগে ।।ঐ

১২ এপ্রিল ২০১৯
ছন্দ: স্বরবৃত্ত


০৩-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।