এক পলকে -গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
তোমার লাইগা রোজ সাজাইতাম ফুল-পাখিদের মেলা,
কেমন কইরা ভুইলা গেলা সেই স্মৃতিরই বেলা ।।
এক পলকে ভাইঙ্গা দিলা কি নিঠুরো তোমার খেলা ।।
কেমন কইরা এমন হইলা ভাবতে মনে দুঃখ লাগে
বদলে যাইবা এমন কইরা, ভাবিনি তা কভু আগে ।।
ফাইট্টা যায় বুকটা আমার দেইখা তোমার অবহেলা ।।
এই আমারে দুঃখ দিলা দূরে গিয়া সুখি হইলা
সেই নদীতেই সাঁতার কাটি সুখ জলেরি সাগর বইলা ।।
এক পলকে ভাইঙ্গা দিলা কি নিঠুরো তোমার খেলা ।।
গানের youtube লিংক-
https://www.youtube.com/watch?v=7A_0hRF2T0k
ছন্দ: স্বরবৃত্ত
০৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।