বৈপরীত্য
- শাওন সারথি
আমি ইচ্ছে করলেই
প্রতিবাদী হতে পারতাম।
ইচ্ছে করলেই বিদ্রোহে
রক্ত লাল হতে পারতাম।
ইচ্ছে করলেই ঘটিয়ে দিতে পারতাম আরেকটা মহাযুদ্ধ।
আমি ইচ্ছে করলেই
কাঁটায় কাঁটায় ভরিয়ে দিতে পারতেম
পৃথিবীর সবগুলা ফুলের ডালা।
আমি ইচ্ছে করলেই
নতুন গজিয়ে উঠা কলিগুলোকে
রুদ্ধ করতে পারতাম।
আমি ইচ্ছে করলেই
অখণ্ড মেঘগুলোকে ছড়িয়ে দিতাম
দিগন্ত থেকে দিগন্তে আর
অনিবার্য ধ্বংস আসতো গ্রহ থেকে গ্রহান্তরে।
আমি ইচ্ছে করলেই
আনতে পারতাম দিনের আলোয় লুকানো
সব নক্ষত্রগুলোকে প্রকাশ্যে,
স্তব্ধ করে দিতাম
পৃথিবীর সব বজ্রের ধ্বনি।
কিন্তু দেখ, আমি এর কোনরূপ কিছুই করিনি!
একজন নারী থেকে প্রত্যাখ্যান হলে
আর সব পুরুষ যা করে
আমি তার কোনরূপ কিছুই করিনি।
কেবলি নিজেকে নির্বাক রেখেছি।
গহীন অশ্রু জলে আমার যে হাত ভিজায়েছি
আমি সেই হাতেই ঢেকে দিয়েছি
ঊনুনের জ্বলন্ত আগুন,
কেবলি নিরবে একাকি দগ্ধ হয়েছি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।