তুমি আছো বিশ্বাসে -গীতিকাব্য
- ফয়েজ উল্লাহ রবি
তুমি আছো আজো আছো মিশে আমার নিশ্বাসে
যেমন ছিলে আমার দিলে আজো আছো বিশ্বাসে ।।
আমার স্বর্গে রাণী তুমি ছিলে মনের মন্দিরে,
মুকুট হীনা রাজা আমি তোমার প্রেমে বন্দিরে ।।
একটু-একটু জমানো সুখ ওড়ে গেলো অবিশ্বাসে ।। ঐ
বলেছিলে থাকবে পাশে যাবে না তো কভু চলে
ভালোবেসে ছিলে কেনো যদি যাবেই ভুলের দলে।
মনে রেখে ভাবছি তোমায় জীবনের প্রতি প্রশ্বাসে।। ঐ
ছন্দ: স্বরবৃত্ত
পর্ব বিভাজন: পূর্ণপর্ব-৪, অপূর্ণপর্ব-৩
০৪-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।