=পরাণ পাখি=
- ফয়েজ উল্লাহ রবি
চেড়ে গেলে দূরে চলে দিয়ে আমায় ফাঁকি
যেথায় আছো ভালো থেকো ওগো পরাণ পাখি।
আমার বুকে দুঃখের নদী নদীর বুকে জলের ঢেউ
ও ঢেউয়ের বুকের কষ্ট গুলো দেখলোনা তো কেউ।।
আকাশ হাসে তারা হাসে হাসে রুপালী চাঁদ
সূর্য তাপে পাথর ক্ষয়ে ভাঙ্গে জলের বাঁধ ।।
পাখি গায় বয়ে নদী হিমেল হাওয়া বায়
ফুল ফুটে ভ্রমর ছুটে মধুর টানে যায়।
হাসি মুখে দুঃখ মনে সুখেরই গান গেয়ে যাই
স্বর্গ সাজে বিশ্ব মাঝে যদি তোমার দেখা পাই।
রবিবার, দাম্মাম, সৌদিআরব
০৩ চৈত্র ১৪৩০, ১৭ মার্চ ২০২৪
০৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।