পুতুল খেলার দিনগুলো
- ফয়েজ উল্লাহ রবি
ফিরিয়ে দে তুই আমার পুতুল খেলার দিনগুলি,
গোল্লা ছুট আর ধারিয়া বান্দা কুতকুত ডাংগুলি।
মাটির পাতিল পাতার বাসন চাটার আসন,
ছোট্ট বেলার সেই খেলার সাথী কেউ নেই আজ আপন।
আগুন ছাড়া রান্না হতো তবু লাগতো চোখে ধোঁয়া,
আজো মনের কোণে সেদিন গুলোর রয়েছে ছোঁয়া।
কেউ বৌ আর কেউ যে পতি, যা সাজো নেই যে ক্ষতি,
কতো রঙ্গিন দিনের মজা অতি, হারিয়ে গেল হলো ইতি।
সে রাজ্যে রাজা সেজে কেউ সাজে যে রাণী,
এমন করে হারিয়ে যাবে তা কি আগে জানি?
সে দিনের খেলার সাথী, চেহারা ভাসে নাম গেছি ভুলি,
যায় না ভোলা মনে থাকে তাই তো মধুর স্মৃতি কথা তুলি।
বুধবার, কুমিল্লা
০৫ মাঘ ১৪১১, ১৯ জানুয়ারি ২০০৫
০৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।