=যখন তুমি=
- ফয়েজ উল্লাহ রবি
যখন তুমি চলো সাথে চলে সারা পৃথিবী,
চাঁদ তারা সূর্য আকাশ তোমার ছোঁয়ায় মায়াবী।
হাসি তোমার ফুটে ফুল গায় পাখি গান লাগে দোল,
ঝর্ণা ঝড়ে জলের বেগে কূল ভেঙ্গে পাথরে বোল।
কাঁদলে তুমি আকাশ কাঁদে মেঘ কাঁদে ঝড় বৃষ্টি,
সুখের নহর বয়ে চলে হাসলে তুমি অপরূপ দৃষ্টি।
শনিবার, কুমিল্লা
০৮ মাঘ ১৪১১, ২২ জানুয়ারি ২০০৫
০৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।