নৈতিক শিক্ষা থাকে যদি
- মোঃ আমিনুল এহছান মোল্লা

নৈতিক শিক্ষা থাকে যদি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।
তারিখঃ০৭-০৪-২০২৪ ইং
*********************
এ জীবন নৈতিক শিক্ষাহীন গেলে
ধ্বংস হবে ধ্বংস হবে মেয়ে-ছেলে।
ঘর হতে প্রথম নৈতিক শিক্ষা পেলে
এতটা পথভ্রষ্ট হত না দলে দলে ।

পিতার উপর উঠত না সন্তানের হাত
চোখে অশ্রু ঝরতো না রাঙা প্রভাত !
অযূত স্বপ্নে একটা জীবন অনেক দামী,
যদি সেটা সুস্থ না হয় তবে ধ্বংস তুমি!

প্রাণে প্রাণে নৈতিক শিক্ষা থাকে যদি
অমার্জনীয় অপরাধ হবে না নিরবধি,
মাদকের অগ্রাসন থেমে যাবে ভূ-লোক,
ঘরে আসবে ফিরে স্বর্গিয় আনন্দলোক।
-------------------------------


০৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।