=সব=
- ফয়েজ উল্লাহ রবি
সব রাতের পরেই সকাল আসে ঊষার আলোয় সূর্য হাসে,
সব দুঃখের পরেই সুখ যে আসে তাইতো মানুষ ভালোবাসে।
সব কথার পরেও আরো থাকে মনের ঘরে গুমরে মরে,
ব্যক্ত হলেও ঝগড়া বাধে তাতে গোপন থাকলে গলায় ধরে।
সব আশা হয়না পূরণ কভু কারো বাকী থাকে পূর্ণতার মোহ,
চাওয়া থেকে পাওয়ার দূরত্ব কতো যায় কি করা দূর এ দ্রোহ।
শনিবার, কুমিল্লা
০৮ মাঘ ১৪১১, ২২ জানুয়ারি ২০০৫
০৭-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।