=ভালোবাসি=
- ফয়েজ উল্লাহ রবি

যদি বলো তোমায় আমি বেহেস্ত এনে দেই,
পারবোনা আমি তা পারবোনা,
যদি বলো তোমায় আমি চাঁদ এনে দেই
তাও পারবোনা আমি পারবোনা।
যদি বলো তোমার জন্য সারা রাত জেগে থাকি
না তাও পারবোনা।
তোমার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা
থাকব না আমি তোমার অপেক্ষায়।
তুমি আসবে জেনে বসে থাকবো স্টেশনে
না তাও হবেনা থাকবো না বসে।
তাই তুমি ভাবতে পারো? তোমায় ভালোবাসি না!
না না না তা নয়! আমি সত্যিই তোমায় ভালোবাসি।
চাঁদ কি করে আনবো বলো এই আকাশে এক একই চাঁদ
তুমি তো তার চেয়ে অনন্য ।
বেহেস্ত যদি চাও গো ভাগে মরতে হবে আগে
আমি চাই তুমি বেঁচে থাকো শত বছর দু’জন এক সাথে।
বাস্তবতায় করি বাস আবেগের কাছে নিজেকে দেই না জলাঞ্জলি।
আমার ঠিকানা তোমার ঠিকই আছে জানা
চলে এসো যে কোন সময়, কেনো দাঁড়িয়ে র’বো অপেক্ষায়?
এসো বন্ধু এসো চলার পথে জীবন রথে থাকি না জেনো প্রতীক্ষায় !

শুক্রবার, ৭১ দাম্মাম, সৌদিআরব
১২ বৈশাখ ১৪২০, ২৬ এপ্রিল ২০১৩


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।