=আমার আমি=
- ফয়েজ উল্লাহ রবি

কথা বলবে না তো ঠিক, দরকার নেই কথার,
দেখবে না তো আমায় তবু তাও ভালো দেখো না।
আমি ঠিকই আছি তুমি হীনা দূর প্রবাসে-
এখানে চাইলেই তোমায় যায়না পাওয়া
তাই নিজেকে নিজের মতো করেই গড়ে তুলেছি তুমি হীনা।
দেখবো না আর তোমায় আমি, যতোই তুমি হও না দামী।
বাধ্য করে রাখবো না আর বুক জমিনে জবরদখল,
স্বাধীনতা ভোগ তুমি করতে পারো বিনা দ্বিধায়!
হয়তো তুমি ভুলেই গেছো ভাবো না আমায় আর প্রিয়,
তবে কেনো এই মিথ্যে করে ভালোবাসি অভিনয়ে স্মরণ করো?
আমিতো দূরের মানুষ রয়েছি অনেক দূরে-
তুমি তো ভাবো ভুলেই গেছি, নেই তুমি ভালোবাসার কোন সুরে।
তাই বলে কি দূরে সরো; মান অভিমানের পাহাড় গড়?
তুমি হীন আমি দিন কাটে না ভালো কোন দিন
জানি না কবে দেখা হবে কিবা না হয় কভু,
তুমি-আমি দূর দুটি প্রাণী দুই মোহনায়-
চলছি জীবন যেমন করে চলছে অজানায় জেনো আমি আগন্তুক!
তুমি তো জানো আমি এমনই? ভবঘুরে যাযাবর,
হয়নি বদল এখনো ঠিক সেই আগের মতোই যেমন দেখেই তুমি দিয়েছ হৃদয়,
পারিনি আজো বদলে নিতে দিন কাবা রাত সকাল-বিকাল
আমি আজো সেই আমার আমি বরাবর।।

বৃহস্পতিবার, ৭১ দাম্মাম, সৌদিআরব
১৯ বৈশাখ ১৪২০, ০২ মে ২০১৩


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।