=তোমার রঙ্গে=
- ফয়েজ উল্লাহ রবি

তোমার জন্য চেয়ে-চেয়ে পথ তোমার অপেক্ষায়,
তুমি আসবে বলে দিয়েছ কথা রেখেছ প্রতীক্ষায়!
আমার জন্য তুমি এক আগমনী বার্তা-
তোমায় ঘিরেই সাজে পৃথিবী তুমি সর্ব কর্তা।
আজ সব সড়কে ফাঁকা রবে
তুমি আসবে বলে-
স্কুল ছুটি হয়েছে সকাল-সকাল রাস্তার দু’পাশে দেখো ফুলের বাহার,
লাল গালিচা কার্পেট রাখো দু’পা তোমার দেখো লোক সমাহার।
প্রধানমন্ত্রী সেই দিন এসেছিল
ভুলে যাবে লোক রাখবে না হয়তো মনের কোন।
তোমার এই আগমন থাকবে স্বরণ পারবে না কেউ ভুলতে যেনো।
তুমি হীনা আমি মূল্যহীন বে নামি
তোমায় ঘিরেই এতো সব আয়োজন
অনেকে বলেছিল কি ছিলো তার প্রয়োজন?
ওরা জানে না তোমায় কতো ভালোবাসি
তুমি এলেই জাগে আমার পৃথিবী
ফুলে-ফলে সাজে রাঙা এই ধমনী।

বৃহস্পতিবার, ৭১ দাম্মাম, সৌদিআরব
১৯ বৈশাখ ১৪২০, ০২ মে ২০১৩


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।