প্রাণের প্রিয় রাসুল (সাঃ)
- ফয়েজ উল্লাহ রবি
তোমার কথা ভেবেই আমার কাটুক গো দিন রাসুল,
এই দুনিয়ার সব কিছুতেই থাকুক তোমার উসুল।
এক তোমাতেই মিশে যেনো আমার জীবন খেয়া,
তোমার বলা কথাই যেনো চলে জীবন দেয়া।
ভুল পথে পা না দেই যেনো করুণা চাই খোদা
আল্লাহ তোমার কাছে একটা দাবী ঈমানে রেখো গোঁজা।
রাসুল তুমি আখেরাতে হাত রেখে এই হাতে
পাড় করে দাও পুল সিরাত এই কঠিন কঠোর রাতে।
কুরাআন হাদিস বুকে ধারণ চলুক জীবন সুখে,
মন্দ থেকে দূরে যেনো থাকুক শতো দুখে!
তোমার প্রেমের থাকি যেনো তোমার মাঝেই ডুবে
ও দরদী রাসুল আমায় ধইরো যখন আগুনে যাই ছুঁবে।
ডেকে নিও জান্নাতে ঐ জায়গা দিও তোমার পাশে
পাপী আমি অনেক বেশি মাফ চেয়ে দিও আল্লাহ কাছে।
বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৬ চৈত্র ১৪৩০, ২০ মার্চ ২০২৪
০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।