=বাধা=
- ফয়েজ উল্লাহ রবি

জন্মে বাধা কন্যা হয়ে জন্ম নিতে চাও
কর্মে বাধা মনের মতো যদিও তা পাও।
শিশু কালের বাধা ঠেলে যদি উঠে যাও
শিক্ষক বাধা পিতা বাধা থামছে না তো তাও।
মায়ের বাধা দাদা-দাদী দিচ্ছে সবাই বাধা,
বউয়ের বাধায় ক্লান্ত যখন থাকবে শুধুই কাঁদা।
সন্তানের ও বাধার কাছে টিকবে কেমন বলো?
একটা জীবন বাঁধাই রইলো! এই ভাবেই চলো।
শতো বাধায় চলছে জীবন নেই তো থামার জো,
এতো বাধা টপ্‌কে হারে চলবে কথায় শো।
বলায় বাধা চলায় বাধা বাধা সারা জীবন,
কেমন করে বাধবে বলো আসে যদি মরণ?

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৭ চৈত্র ১৪২৩, ১০ এপ্রিল ২০১৭


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।