সুখ জীবনের গল্প
- ফয়েজ উল্লাহ রবি

আধা জীবন দিলাম পাড়ি, কয় কদম আর বাকী?
কী পেলাম আর কী হারালাম, দিয়ে জীবন ফাঁকি।
এমন যদি আবার হতো, পেতাম শৈশব ফিরে,
ভুল গুলো সব শুধরে নিয়ে, জীবন সুখের ভিড়ে।
হিসেব কষে জীবন ভরে, ভুল হিসেবের খাতা
নানা রঙের দিনগুলো আর, এখন শূন্য পাতা।
খালি হাতে এসেছিলাম, যাবো খালি হাতে,
সঙ্গে যাবে ভালো কর্ম, মন্দ কাজও সাথে।
বেলা শেষে এখন দেখি, রাস্তা বাকী অল্প,
ভালো কাজে মিশে থেকে, সুখ জীবনের গল্প।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৭ চৈত্র ১৪২৩, ১০ এপ্রিল ২০১৭


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।