=প্রিয় শহর কুমিল্লা=
- ফয়েজ উল্লাহ রবি

প্রিয় কুমিল্লা আমার তিলোত্তমা শহর কুমিল্লা, তুমি কেমন আছো?
গোমতী অববাহিকা জলে ধ্বনি অনেক দিন শুনি না,
সন্ধ্যায় টাউন হল মাঠে ফুস্কা চটপটি মনোহরপুর রস মালাই দধি মিষ্টি!

চাটিপট্টি গোয়ালপট্টি কাশারীপট্টি ওখানে এখন বড়-বড় দালান!
পাখির বাসার মতো ঝুলে থাকা মানুষের জান।
লাউদিঘী আর আমদিঘীতে শীতলতা আজো মুগ্ধ করে প্রাণ।

নজরুলের স্মৃতি বয়ে যাচ্ছে শহর, ধুলায় মিশে ধীরেন্দ্রনাথ দত্তের নগর!
প্রমীলা দেবীকে প্রায় ভুলে গেছে আমার এই শহর!
নারী জাগরণের অগ্রদূত নবাব ফয়জুন নেছাকে কয় জনে আর করে স্মরণ?

রাণীর দীঘি ধর্ম সাগর ভিক্টোরিয়া আজো দাঁড়িয়ে তার আপন মহিমায়,
ঈদগাহ পোস্ট অফিস শিশু পার্ক এখনো জমে বেশুমার আড্ডায়,
টিকে আছে বাংলার আদি রাজধানী তার নিজের আপন গরিমায়।

মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
২৮ চৈত্র ১৪২৩, ১১ এপ্রিল ২০১৭


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।