ওরা দেশ প্রেমিক!
- ফয়েজ উল্লাহ রবি

ওরা! দেশ প্রেমিক আর বাকী সবাই শুধুই রাজাকার,
সোনার মানুষ ওরাই সবাই বিরোধী সব স্বৈরাচার।
অনিয়ম যা হচ্ছে যে আজ – বিরোধীরাই সব দায়ী,
দেশের মালিক কোট পড়া ঐ; আমরা তো সব অস্থায়ী।
স্বাধীনতার সনদ গলে হরিশ্চন্দ্রের বংশ বলে,
মিথ্যেবাদী জনগণ আজ! বুক ফুলিয়ে চোর'রা চলে।
চোর গুলো সব এক দলে যোগ, তাই ভারী আজ ডাকাত দলে,
পালা করে লুটছে যে সব, ভোগ-বিলাসে তলে-তলে।
গরীব আরো হচ্ছে গরীব, ধনীরা তো ব্যাংক ভরে,
অর্ধহারে অনাহারে বাকিরা সব যাচ্ছে মরে।

বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৬ চৈত্র ১৪৩০, ২০ মার্চ ২০২৪


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।