=তুমি-আমি=
- ফয়েজ উল্লাহ রবি
আকাশ সমান হৃদয় নিয়ে তুমি ভালোবাসতে জানো,
সাগর সমান দুঃখ নিয়েই আমি হাসতে জানি; তুমিতো তা মানো?
বাতাসের মতো তুমি বয়ে যাও শীতল করে প্রকৃতি,
জলের মতো স্রোতে ভেসে যেতেই থাকি এই যেনো চিরায়ত রীতি।
সূর্যের মতো তাপ দিয়ে সাজাও শস্য-শ্যামল সবুজ পরিপাটি,
আর আমি, চাঁদের আলোয় শান্ত করে দেই পৃথিবীর মাটি।
বাবুই পাখির মতো সাজিয়ে তুলি আমি স্বপ্নের ঘর,
সে ঘরেই আপন না হয়ে তুমি হয়ে যাও পর।
ঝর্ণার মতো ঝরো তুমি, অবিরত ছড়াও কথার ঢল,
তোমার চরণে নিয়ে আসি আমি মেঘেদের দল।
শরতের আকাশ তুমি, সাদা কাশবন হেমন্তের ধান কাঁটা প্রান্তর,
শীতের শীতল হাওয়া শিশিরের ছোঁয়া ফুলে ভরা ফাল্গুনী অন্তর।
গ্রীষ্মের খড় তাপে রুক্ষ মাঠ, ফলের সমাহার, আর ছুটির আমেজ,
তোমাকে কাছে পাওয়া যেনো সাপের পা দেখা অথবা পায়ের নীচে সাপের লেজ।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৩ শ্রাবণ ১৪২৪, ১৮ জুলাই ২০১৭
০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।