আমি সব শিখে গেছি
- ফয়েজ উল্লাহ রবি
আমি শিখে গেছি ভালো থাকার তাইতো করি না ভয়,
হাঁটতে একা শিখেছি বলেই পথের হয়না তো আর ক্ষয়।
হাসতে শিখেছি সেই কবেই; দুঃখ লুকিয়ে গভীরে,
দু’ঠোঁটের কোণে ফুটিয়ে সেই সুখের ছবি রে।
ভালোবাসতে শিখেই গেছি উজাড় করে নিজেরে,
পাওয়া না পাওয়ার খেলা ভুলে সুখে আছি সুখেই মজিরে।
দুঃখ কান্না ভুলে গেছি আসেনা দু’চোখে আর জল,
খড় বুকে সুখের আবাস এই মিথ্যে অভিনয়েরই ফল।
ক’বেই আঁধার ভুলে গেছি শুধুই আলোর দল,
পারবে না তো হারাতে কেউ যতোই দেখাক বল।
আমি ধোঁকা দিতে শিখে গেছি আখের গুছিয়ে মোর,
দেবো না কান ভুলেও কভু যতোই করো না শোর।
মঙ্গলবার, দাম্মাম, সৌদিআরব
০৩ শ্রাবণ ১৪২৪, ১৮ জুলাই ২০১৭
০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।