মুখে-মুখে আল্লাহ ডাকিস
- ফয়েজ উল্লাহ রবি

মুখে-মুখে আল্লাহ ডাকিস অন্তরে তোর কালিমা,
চোখে-চোখে সাধু সাজিস পোষাকে তোর মহিমা।
ভালো মানুষ সেজেরে তুই লুট করেছিস পরের ধন,
মিষ্টি কথায় দৃষ্টি কেড়ে কাড়িসরে তুই অবুঝ এই মন।
মসজিদের তুই সভাপতি ম্যানেজার তুই
জুম্মা-জুম্মা খবর রাখিস বাকি দিন তুই ঘুমেই থাকিস
ভদ্র বেশের কর্তা মশাই সম্মান শুধুই ছুঁই!

বুধবার, দাম্মাম, সৌদিআরব
০৬ চৈত্র ১৪৩০, ২০ মার্চ ২০২৪


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।