চুপি চুপি কান্না বহে
- মোঃ আমিনুল এহছান মোল্লা
চুপি চুপি কান্না বহে
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
তাদের জুলুমে চুপি চুপি কান্না বহে এ বুকে,
কি যে রক্ত ক্ষরণ আজ শুধু মনে মনে ধুঁকে!
যে স্বপ্ন নিয়ে এ জাতি যুদ্ধ করেছে দুর্বার,
আজ সেখানে অধিকার বঞ্চিত অণিবার !
শিক্ষিত দুর্নীতিবাজেরা কেড়েছে মুখের গ্রাস
লুটে পুটে খাচ্ছে, ডেকেছে জাতির সর্বনাশ !
লক্ষ শহীদের রক্তে রঞ্জিত ক্ষেতের শস্য
লাল সবুজের পতাকা নিঃস্ব প্রায় নিঃস্ব !
রাষ্ট্রের প্রহরী যারা গুপ্তকক্ষতে জমায়
দেশদ্রেহী! তারা কেন মুক্ত ডানা ছড়ায়?
অযূত ব্যর্থতার ছবি অঙ্কিত প্রসাদে ও মিনারে,
তার ভিতরে ওঁত পেতে আছে ছদ্মবেশী বহরে
দেশদ্রোহী !যারা লুটে পুটে যাচ্ছে দেশটাকে
তাদের জুলুমে চুপি চুপি কান্না বহে এ বুকে ।
---------------------------------------------
০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।