অভিশাপময় এক জীবনের গল্প
- মোঃ আমিনুল এহছান মোল্লা

অভিশাপময় এক জীবনের গল্প
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
ওই চাঁদের স্নিগ্ধ আলো কিছু যায় না রেখে,
প্রখর খর তাপে বিপন্ন এই ঈদের খুশী থেকে।

বৈষম্যরা ছোবল হেনেছে আজকে স্বয়ম্বরায়,
আয় ব্যায়ের হিসাব মিলেনা স্বাধীন বসূধায়।
কর্তা খুঁজে বেড়ায় পালাবার পন্থা,নিষ্ঠুর চোখ
খূশীর ঈদ এখন বিষাক্তময় এই মর্তলোক !!

চাহিদা যোগানের দ্বন্দ্ব বিরহের আগুন ছড়ায়,
আজ ঈদের আনন্দ বিচারহীনতার কাঠগড়ায়!
ওরা চেঁপে ধরেছে, ওরা দিয়েছে আগুন প্রাণে,
ওই চাঁদের স্নিগ্ধ আলো ঘূর্ণি বালুকার তুফানে

অভিশাপময় এক জীবনের গল্প স্বাধীন শিবির
ঈদের চাঁদে উঠেছে, বৈষম্য থেকে যায় জনতার।
-------------------------------------------


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।