এই প্রেম ক্ষণিকের
- মোঃ আমিনুল এহছান মোল্লা
এই প্রেম ক্ষণিকের
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
এই নশ্বর সু-সজ্জায় আত্মারা কতো অধীর !
সকাল সন্ধ্যা দেখছি বৈধ অবৈধ দৃঢ় শিবির।
এমন কোন অনৈতিক কাজ নেই
এই নশ্বর সু-সজ্জায় রক্তক্ষয়ী যুদ্ধ নেই!
অনেক স্বপ্ন ধুয়েগেছে ঝড় বাদল দিনে,
প্রভাতের সূর্য উঠেনি, প্রাণটা নিয়েছে ছিনে!
তবু আত্মারা বুঝে না এই কোলাহল অর্থহীনে
বড় বেশী শক্তিহীনে-
অসংখ্য দিন কেটেছে এই নশ্বর সু-সজ্জায়,
অথচ এই নশ্বরই তোমাকে ছুঁড়ে দিবে অধরায়-
এই প্রেম ক্ষণিকের, বড় বেশী ক্ষণিকের প্লাবন,
যমদূত আসছে, অসীমের পথ করো অনুধাবন।
---------------------------------------------
০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।