কর্ণধার
- মোঃ আমিনুল এহছান মোল্লা

কর্ণধার
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
তারিথঃ ৯-০৪-২০২৪ ইং
***************************************
এক স্বপ্নের তরে কর্ণধার তুমি তরুলতা বৃক্ষ গাছে,
ভ্রমর ছুটিয়া চলে ফুলের সন্ধানে তোমারই কাছে।

তুমি সেই পূর্ণিমার আলো রাত্রির আঁধার কালো,
ঘূর্ণি ঝড় পেড়িয়ে জেগে উঠো দিবসের আলো।
তুমি স্বপ্ন দেখ স্বপ্ন দেখাও আপনারে ভুলিয়া তব,
অশ্রু জল মুছে দাও মিষ্টি হেসে কেমনে ভুলে রব?

তুমি সেই সাদা মনের শুভমতি প্রাণে দেও নব আশা,
তাই বঞ্চিত ছুটে যায় স্বপ্নিল দরবারে সোনালী ঊষা।
জগৎ জানে নিলোর্ভ কর্ণধার তুমি শিল্পের পথ ধরি,
নির্ভয় আশ্রয় তুমি বেদনা ঘুচায়ে স্বপ্ন সফল করি।

সুখে দুঃখে শোকে অপরের লাগি উজার যে প্রাণ,
তার অতুল্য কর্ণধার তুমি জগত ফুলের বাগান।
-----------------------------------------------


০৯-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।