=দিব্য দিলাম=
- ফয়েজ উল্লাহ রবি

জীবন বাতি নিভিয়ে তুমি চলে গেছো দূরে-
একা-একা কাঁদি আমি বেদনার সেই সুরে ।
তুমি-আমি কাছা-কাছি যদি থাকো রাজি,
হাতে তোমার হাতটি রেখে ধরতে জীবন বাজি ।
তোমার জন্য সাজাই বাসর এসো সখি ফিরে,
থাকবো সুখে আমরা দু’জন ভালোবাসার নীড়ে।
কেমন করে ভুলে থাকো পড়ে নাকি মনে?
অযথায় এই দূরে রাখো খুঁজি সর্ব ক্ষণে।
তোমার কথা ভেবেই যথা লাগে মনে ব্যথা,
আর কতোদিন কষ্ট দেবে দিব্য দিলাম মাথা।

সোমবার, দাম্মাম, সৌদিআরব
২৭ ফাল্গুন ১৪৩০, ১১ মার্চ ২০২৪


১০-০৪-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।